মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪

বান্দরবান পার্বত্য জেলায় বিনামূল্যে প্রাথমিকের পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধন।

প্রথম পাতা » শিক্ষা » বান্দরবান পার্বত্য জেলায় বিনামূল্যে প্রাথমিকের পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধন।
মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪



 ---

মোহাম্মদ নাসির উদ্দীন তিজো, বান্দরবান প্রতিনিধি,

সোমবার, ১লা জানুয়ারি ২০২৪ইং তারিখ বান্দরবান জেলা পরিষদ অডিটরিয়ামে  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এই পাঠ্যবই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।

পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার মো. ফরিদুল আলম হোসাইনি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এমদাদ হোসেন চৌধুরী ও সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার মহাজন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সূত্রে জানা যায়, বান্দরবান জেলায় প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৪৩৫টি প্রাথমিক বিদ্যালয়ে ৯০ হাজার ১৪৫ জন শিক্ষার্থীকে ৩ লাখ ৭৪ হাজার ৬৩৩টি পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হবে। বান্দরবানে চাকমা ভাষায় ১ হাজার ৪৩৫টি, মারমা ভাষায় ১৪ হাজার ১০৫টি ও ত্রিপুরা ভাষায় ৪ হাজার ৮৮০টি বই বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১২:০০:৫২   ১২৫ বার পঠিত