এম রিয়াজ উদ্দিন, লালমোহন, ভোলা প্রতিনিধি :
ভোলার লালমোহনে তেলের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার (১ জানুয়ারি) দুপুর আনুমানিক ৩ টায় পৌরসভার হাইস্কুল সুপার মার্কেট সংলগ্ন পাটওয়ারী বাড়ির সামনে তেলের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়দের ১৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
ঐ গোডাউনের মালিকের ভাই ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুদ পাটওয়ারী জানান, দুপুরের দিকে হঠাৎ করে তেলের গুদামটিতে আগুন লাগে। এতে পুরোপুরি পুড়ে গেছে টিনশেডের গুদাম ঘর, সাতটি তেলের ড্রাম এবং একটি টিভিএস আরটিআর ফোর-ভি মডেলের মোটরসাইকেল। এতে পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে লালমোহন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রায় ১৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১১:৫৫:৪০ ১৩৬ বার পঠিত