লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় দুর্বৃত্তের এসিড নিক্ষেপে ঝলসে গিয়েছে মোসা. নাজমা বেগম নামে ৩৫ বছর বয়সী এক গৃহবধূর শরীর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এসিড নিক্ষেপের কারণে ভুক্তভোগী গৃহবধূর শরীরের প্রায় ১৫ শতাংশ ঝলসে গেছে বলে ধারণা করছেন চিকিৎসকরা।
এরআগে, শনিবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবিরচর এলাকায় নিজ ঘরে ওই গৃহবধূকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গৃহবধূ নাজমা বেগম ওই এলাকার মো. নূরনবীর স্ত্রী।
ভুক্তভোগী গৃহবধূ নাজমা বেগম বলেন, শনিবার রাতে নিজ ঘরের খাটের ওপর বসেছিলেন তিনি। এ সময় ঘরের দরজা দিয়ে অজ্ঞাত দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পালিয়ে যান। তাদের কাউকে চিনতে পারেননি নাজমা বেগম। পরে তিনি ডাকচিৎকার দিলে তার এক দেবর তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মহসিন খান জানান, এসিডে দগ্ধ হওয়া এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই নারীর শরীরের ডান পাশের কাঁধ ও কোমড়ের নিচে এবং পায়ের অন্তত ১৫ শতাংশ এসিড নিক্ষেপের কারণে ঝলসে গেছে। আন্তরিকতার সঙ্গে তাকে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে ওই নারীকে দেখে এসেছি। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১১:৪৮:০৪ ১৪৮ বার পঠিত