ভোলা প্রতিনিধি:
ভোলায় মোটরসাইকেলের নিচে চাপা পড়ে দিলিপ কুমার ঘোষ নামে ৬০ বছর বয়সী এক পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে ভোলা -লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কে ইলিশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।৷ দিলিপ কুমার ঘোষ ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হরেকৃষ্ণ ঘোষের ছেলে।
পরিবারসূত্রে জানা যায়, দিলিপ ঘোষ ঔষধ কিনতে ইলিশা বাসস্ট্যান্ডে যান এবং রাস্তা পার হওয়ার সময় পরানগঞ্জের দিক থেকে আসা একটি মোটর সাইকেল তাকে চাপা দেয় এবং তিনি সেখানেই গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে ভোলা সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মনির হোসেন মিঞা জানান বিষয়টি তার জানা নেই, তিনি খবর নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১১:৪৮:০৪ ১৩৮ বার পঠিত