মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

নৌকার পক্ষে কাজ করার’ অভিযোগের পর কালকিনি থানার ওসিকে প্রত্যাহার

প্রথম পাতা » ড্রাফট » নৌকার পক্ষে কাজ করার’ অভিযোগের পর কালকিনি থানার ওসিকে প্রত্যাহার
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩



মাদারীপুর প্রতিনিধি, মোঃ বোরহান।

মাদারীপুর-৩ আসনে নৌকার পক্ষে কাজ করার অভিযোগ ওঠার পর সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসানকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার রাত ৯টায় ল নিউজ ২৪ বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, নতুন ওসি হিসেবে সরকার আব্দুলাহ আল মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সোমবার কালকিনি থানায় যোগ দেবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২১ ডিসেম্বর বিকেলে কালকিনির লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে একটি মিছিল বের হয়। সেই মিছিলে অংশ নেন তাহমিনার সমর্থক এসকেনদার খাঁ। এ সময় লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফজলুল হক ব্যাপারীর নেতৃত্বে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় আহত হন বেশ কয়েকজন। এ ঘটনায় ফজলুল হকসহ (৫৭) জনের নামে কালকিনি থানায় মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:০৪:১২   ১৪৪ বার পঠিত