মাদারীপুরের কালকিনি উপজেলায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থকদের মিছিলে বোমা হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুর হক ব্যাপারীকে প্রধান আসামি করে ৫৭ জনকে এজাহারভুক্ত ও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কালকিনি থানায় মামলাটি রেকর্ড করা হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান দুপুরে ল নিউজ ২৪ কে বলেন, বোমা হামলার ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কাজী মোফাজ্জেল হোসেন বাদী হয়ে থানায় এজাহার দেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে মামলাটি রেকর্ড করেছে। এতে ৫৭ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।গ্রেফতার দুজন হলেন উপজেলার লক্ষীপুর এলাকায় খলিলুর তালুকদারের ছেলে এবাদুল ইসলাম (২৫) ও একই এলাকার জব্বার করিকরের ছেলে ইমরান হোসেন (২৬)
বাংলাদেশ সময়: ২০:৫৩:৪৭ ১১৫ বার পঠিত