বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

বান্দরবানের ৬৯ পদা‌তিক ব্রিগে‌ডের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রথম পাতা » শিরোনাম » বান্দরবানের ৬৯ পদা‌তিক ব্রিগে‌ডের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩



---


মোহাম্মদ নাসির উদ্দীন তিজো, বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানে ৬৯ পদা‌তিক ব্রিগে‌ডের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।


২১ডিসেম্বর বৃহস্পতিবারবিকেলে সেনা রিজিয়নের আয়োজনে বান্দরবান সেনানিবাসের জোন প্রশিক্ষণ মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।


বান্দরবান রিজিয়নে কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাহিনুল হক।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, আঞ্চলিক পরিষদের সদস্য আলহাজ্ব শফিকুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান, বান্দরবান পৌরসভার মেয়ের মোহাম্মদ সামসুল ইসলাম, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সহ  সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনা পদস্থ কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের ৬৯ পদাতিক ব্রিগেডের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করা হয়। পরে প্রধান অতিথি কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২২:৪১:৩২   ১৫৭ বার পঠিত