বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

কালাইয়ে তেলবাহী লরির সঙ্গে অটোভ্যানের ধাক্কায় নিহত ২

প্রথম পাতা » শিরোনাম » কালাইয়ে তেলবাহী লরির সঙ্গে অটোভ্যানের ধাক্কায় নিহত ২
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩



---

স্বপন সওদাগর জয়পুরহাট জেলা প্রতিনিধি।

জয়পুরহাটের  কালাইয়ে তেলবাহী লরির ধাক্কায় অটোভ্যানের  দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। 

বুধবার (২০ডিসেম্বর) সন্ধ্যার পর জয়পুরহাট মোকাম তলায় মহা সড়কে কালাই টি এন্ড টি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত এবং আহত সকলই জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন সোবহান আলী(৬০) ও রিফিকুল ইসলাম(৪৫) আহতরা হলেন, সুজাউল ইসলাম,(৫০), মুনছর আলী(৩২), কোরবান আলী(৪৬), রজিব উদ্দিন(৩৪),ও আইজুল(৩৭)।

পুলিশ জানায়, জয়পুরহাটের কালাই উপজেলার বেগুন গ্রাম থেকে আলু নিড়ানি এবং বাধার কাজ শেষে অটোভ্যান যোগে নিজ বাড়ির দিকে ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামে অভিমুখে ফেরার পথে ঘটনা স্থলে পিছন থেকে আসা তেলবাহী লরি অটোভ্যানকে ধাক্কা দেয়।

এ ঘটনায় তেলবাহী লরিটি রাস্তার উত্তর পাশের খাদে উল্টে

পরে যায় আর অটোভ্যানের যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে যায় স্থানীয় লোকজন  তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

সেখানে  চিকিৎসারত অবস্থায় কর্তব্যরত ডাক্তার  সুজাউল কে মৃত ঘোষনা করেন এবং রফিকুল ইসলাম কে দ্রুত জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য রেফাড করা হলে সেখানে রফিকুল ইসলাম মারা যান।

অপরদিকে আহতরা কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স  চিকিৎসাধিন রয়েছে।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি( মো ওয়াসীম আল বারী বলেন, দূর্ঘটনারপর থেকে

তেলবাহী লরির ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ১:০১:১৬   ২৫২ বার পঠিত