সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

রাজবাড়ীর দুটি আসনে ১১ প্রার্থীর প্রতীক বরাদ্দ

প্রথম পাতা » দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন » রাজবাড়ীর দুটি আসনে ১১ প্রার্থীর প্রতীক বরাদ্দ
সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭-ই  জানুয়ারী। আজ সোমবার (১৮ ডিসেম্বর)  ছিল প্রতীক বরাদ্দের দিন। জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার আবু কায়সার খান সোমবার সকালে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে রাজবাড়ীর দুটি আসনে মোট ১১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতীকের নাম ঘোষণা করেন।

৫টি উপজেলা নিয়ে এজেলাতে দুটি সংসদীয় আসন রয়েছে। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে  রাজবাড়ী-১ আসন। পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী নিয়ে রাজবাড়ী -২ আসন।

এর মধ্যে রাজবাড়ী-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৫ জন ও রাজবাড়ী -২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৬ জন।

  রাজবাড়ী -১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের  নৌকা প্রতীক পেয়েছেন কাজী কেরামত আলী, জাতীয় পার্টি ‘র লাঙ্গল

প্রতীক পেয়েছেন এ্যাডঃ খোন্দকার  হাবিবুর রহমান বাচ্চু  , তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীক পেয়েছেন ডি এম মজিবর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক পেয়েছেন এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক পেয়েছেন স্বপন কুমার সরকার।

রাজবাড়ী -২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন মোঃ জিল্লুর হাকিম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক পেয়েছেন নুরে আলম সিদ্দিকী হক, জাতীয় পার্টি’র লাঙ্গল প্রতীক পেয়েছেন মোঃ শফিউল আজম  খান, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীক পেয়েছেন এস এম ফজলুল হক, জাতীয় সমাজতান্ত্রীক দল- জাসদ এর মশাল প্রতীক পেয়েছেন মোঃ আব্দুল মতিন মিয়া, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এর ছড়ি প্রতীক পেয়েছেন মোঃ আব্দুল মালেক মন্ডল।

তফসিলের ঘোষণা অনুযায়ী

 নির্বাচনি প্রচার প্রচারনা শুরু হবে প্রতীক বরাদ্দের পর থেকে, যা শেষ হবে ৫জানুয়ারী সকাল ৮ পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২৩:১৩:২৩   ২১৮ বার পঠিত