আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা রইল না মুন্সিগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনার ।তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত।
জানা গেছে, রোববার (১৭ ডিসেম্বর) উচ্চ আদালতের বিচারক মো. ইকবাল কবির ও এস এম মনিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ শুনানির পর এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ৩০ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুন্সিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। ৩ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় জেলা রিটার্নিং কর্মকর্তা সোহানা তাহমিনার মনোনয়ন অবৈধ ঘোষণা করেছিলেন। পরবর্তীতে এ বিষয়ে নির্বাচন কমিশনে তিনি আপিল করলে তা নামঞ্জুর করা হলে উচ্চ আদালতে আপিল করেন। আপিল শুনানি শেষে উচ্চ আদালত তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এ বিষয়ে অ্যাডভোকেট সোহানা তাহমিনা জানান, আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযোদ্ধার সন্তানরা হেরে যাওয়ার জন্য জন্মায় না। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি মুন্সিগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসন থেকে নির্বাচনে অংশ নিব। বিপুল সংখ্যক জনগণের সমর্থনে ৭ তারিখে জয় নিয়েই ঘরে ফিরব।
বাংলাদেশ সময়: ১২:০৭:৪৪ ১৫৮ বার পঠিত