শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

তিন লক্ষ টাকার মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস।

প্রথম পাতা » শিরোনাম » তিন লক্ষ টাকার মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস।
শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩



---

মোহাম্মদ নাসির উদ্দীন তিজো,  বান্দরবান প্রতিনিধি :

তিন লক্ষ টাকার মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস। ১৪ ডিসেম্বর ২০২৩ইং রোজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১.০০ঘটিকায় বান্দরবানের আদালত চত্বরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মাইসুমা সুলতানা, উপ-পরিদর্শক মোঃ আফজাল হোসেন, উপ-পরিদর্শক নিলুফা ইয়াসমিন, উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক প্রিয়েল পালিত এর প্রতিনিধি উপ-পরিদর্শক কোহিনুর আক্তার, জিআরও বিশ্বজিৎ, পুলিশ সদস্য ছাদেক সহ  উপস্থিত সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া শেষে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

আদালত সূত্রে জানা যায়, বান্দরবান সদর থানার ০৪টি মামলার (১) জিআর-১৩৯/২০২৩(সদর) এর ৯০০গ্রাম গাঁজা, (২) জিআর-৫৯/২০২৩(সদর) এর ৭৫৮পিস ইয়াবা, , (৩) জিআর-১৪৩/২০২৩(সদর) এর ২০৬পিস ইয়াবা, (৪) জিআর-১৫১/২০২৩(সদর) এর ২০ লিটার দেশী চোলাই মদ সহ প্রায় তিন লক্ষ টাকার মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ৯:৫৬:০৩   ১২৩ বার পঠিত