লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে ৬ বোতল বিদেশি মদসহ অতুল চন্দ্র মজুমদার নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়ির দরজা থেকে তাকে আটক করা হয়। আটককৃত অতুল চন্দ্র ওই এলাকার বজেন্দ্র গোপাল মজুমদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আউয়াল এবং মোহাম্মদ ইউসুফ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে অতুল চন্দ্র মজুমদারকে তার বাড়ির সামনে থেকে আটক করে।
ওসি বলেন, এ সময় তার কাছ থেকে ৬ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে অতুল চন্দ্রের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:৫৩:০৭ ১০৯ বার পঠিত