রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

রাজবাড়ীতে হেরোইনসহ একাধিক মামলার ৫ জন গ্রেফতার

প্রথম পাতা » শিরোনাম » রাজবাড়ীতে হেরোইনসহ একাধিক মামলার ৫ জন গ্রেফতার
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’ র  অভিযানে ১২১ পুরিয়া হেরোইনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

 যার  আনুমানিক মূল্য একলক্ষ একুশ হাজার টাকা,   যাহার ওজন  বারো দশমিক শুন্য এক (১২.০১)গ্রাম।

গ্রেফতারকৃতরা হল, জেলা শহরের বিনোদনপুর এলাকার মোঃ শহিদ শেখ ওরফে শহীদ মোল্লার ছেলে মোঃ তৌহিদ শেখ ওরফে তৌহিদ মোল্লা ওরফে তৌহিদ কসাই (৩৫),

মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ মিলন শেখ ওরফে দাঁত ভাঙ্গা মিলন (৩৪), মৃত মিজানুর শেখের ছেলে মোঃ আব্বাস শেখ (৪০), আঃ আজিজ শেখেরছেলে মোঃ স্বপন শেখ (৩৩), মোঃ শাহিন আলম মুন্সির ছেলে মোঃ শাকিল মুন্সি (২৩)।

রাজবাড়ীর পুলিশ সুপার  জি. এম. আবুল কালাম আজাদ  এর নির্দেশনায় গতকাল শুক্রবার (৮ডিসেম্বর) রাত আটটার দিকে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খানসহ অফিসার-ফোর্সেস সদস্যরা শহরের মিলন কসাই এর বাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করে।

এই বিষয়ে  সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

জানাগেছে, ধৃত আসামী মোঃ তৌহিদ শেখ ওরফে তৌহিদ মোল্লা ওরফে তৌহিদ কসাই এর বিরু্দ্ধে পূর্বে ১০টি মামলা, আসামী মোঃ মিলন শেখ ওরফে দাঁত ভাঙ্গা মিলন এর বিরুদ্ধে ৫ টি মামলা,  আসামী মোঃ আব্বাস শেখ এর বিরুদ্ধে ২টি , আসামী মোঃ স্বপন শেখ এর বিরুদ্ধে ৪টি এবং  আসামী মোঃ শাকিল মুন্সি এর বিরুদ্ধে ২টি মাদক মামলার তথ্য পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ৯:৫৫:২৪   ১৫৯ বার পঠিত