নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌয়ালী) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শিল্পপতি মো. মমিন মন্ডল ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাসকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। বুধবার (৬ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ -৫ আসনে নির্বাচন কমিশনের গঠন করা নির্বাচনি অনুসন্ধান কমিটির সদস্য সিনিয়র সহকারী জজ সোহেল রানা এ আদেশ দেন।
একই সঙ্গে তাদের বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ১৮ বিধি মোতাবেক শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তৎমর্মে আগামী ১১ ডিসেম্বর সিরাজগঞ্জের শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালত এর কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
গত ২৮ নভেম্বর দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যানার, ফেসটুন সহ মোটর সাইকেল শোভাযাত্রা করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মমিন মন্ডল ও স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল লতিফ বিশ্বাস। বুধবার সকালে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তাদের শোকজ নোটিশ প্রদান করে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
নোটিশে আব্দুল মমিন মন্ডলকে বলা হয়, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী), সিরাজগঞ্জ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। মনোনীত হওয়া প্রার্থী সত্ত্বেও আপনার পক্ষে ও আপনি নিজে উপস্থিত হয়ে গত ২৮/১১/২০২৩ ও তৎপরবর্তী সময়ে বেলকুচি উপজেলা চত্ত্বরসহ বেলকুচি বাজার সংলগ্ন রাস্তায় আপনার দলীয় নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুনসহকারে আপনার উপস্থিতিতে মোটর সাইকেল শোভাযাত্রা করেন যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি, ২০০৮ এর ১২ বিধির সু-স্পষ্ট লঙ্ঘন। উক্ত সমাবেশে আপনার পক্ষে আপনার নেতৃত্বে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার আহবান জানানো হয়।
উক্ত সমাবেশের ফলে জনগণের চলাচলের চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যাহা স্থানীয় পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’-এর ৬(ঘ) নং বিধি অনুযায়ী কোনোো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা উহার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোনোো ব্যক্তি জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করিতে পারে এমন কোনোো সড়কে জনসভা কিংবা পথসভা করতে পারবেনা।
তাছাড়া, উক্ত বিধিমালার ১২ নং বিধি মতে কোনোো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা উহার মনোনিত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোনোো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের ০৩ সপ্তাহ সময়ের পূর্বে কোনোো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।
উপরোক্ত মিছিল ও সমাবেশের মাধ্যমে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’-এর ৬(ঘ) ও ১২ নং বিধি লঙ্ঘিত হয়েছে। এমতাবস্থায়, “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮” এর ৬(ঘ) ও ১২ নং বিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ১৮ বিধি মোতাবেক শান্তি মূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তৎমর্মে আগামী সোমবার ১১/১২/২০২৩ খ্রি. তারিখ বেলা ১২:০০ ঘটিকায় নিম্নস্বাক্ষরকারীর স্থায়ী কার্যালয়ে (সিনিয়র সহকারী জজ আদালত এর কার্যালয়, শাহজাদপুর, সিরাজগঞ্জ) সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
নোটিশে আব্দুল লতিফ বিশ্বাসকে বলা হয়, সিরাজগঞ্জ-৫(বেলকুচি ও চৌহালী), সিরাজগঞ্জ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় আপনি এবং দলীয় নেতাকর্মী বেলকুচি-সিরাজগঞ্জ মহাসড়কে গত ২৮/১১/২০২৩ ও তৎপরবর্তী সময়ে বেলকুচি উপজেলা চত্তরসহ বেলকুচি বাজার সংলগ্ন রাস্তায় ব্যানার, ফেস্টুন সহকারে আপনার উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও শোভাযাত্রা করেন যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি, ২০০৮ এর ১২ বিধির সু-স্পষ্ট লঙ্ঘন।
উক্ত সমাবেশের ফলে জনগণের চলাচলের চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যাহা স্থানীয় পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়।”সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮” এর ৬ (ঘ) নং বিধি অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা উহার মনোনিত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করিতে পারে এমন কোনো সড়কে জনসভা কিংবা পথসভা করতে পারবেনা।
তাছাড়া, উক্ত বিধিমালার ১২ নং বিধি মতে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা উহার মনোনিত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের ০৩ সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন না।
উপরোক্ত মিছিল ও সমাবেশের মাধ্যমে “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮”- এর ৬(ঘ) ও ১২ নং বিধি লঙ্ঘিত হয়েছে। এমতাবস্থায়, “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮” এর ৬(ঘ) ও ১২ নং বিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ১৮ বিধি মোতাবেক শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তৎমর্মে আগামী সোমবার ১১/১২/২০২৩ খ্রি. তারিখ বেলা ১:০০ ঘটিকায় নিম্নস্বাক্ষরকারীর স্থায়ী কার্যালয়ে (সিনিয়র সহকারী জজ আদালত এর কার্যালয়, শাহজাদপুর, সিরাজগঞ্জ) সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
বাংলাদেশ সময়: ১৩:২০:৫১ ১৬১ বার পঠিত