বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

বান্দরবানে প্রায় তিন কোটি পচিঁশ লক্ষ টাকার মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস।

প্রথম পাতা » শিরোনাম » বান্দরবানে প্রায় তিন কোটি পচিঁশ লক্ষ টাকার মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস।
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩



---

মোহাম্মদ নাসির উদ্দিন তিজো, বান্দরবান প্রতিনিধিঃ

আজ ০৬ ডিসেম্বর ২০২৩ইং রোজ বুধবার দুপুর আনুমানিক ৩.০০ঘটিকায় বান্দরবানের আদালত চত্বরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায়  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নূরুল হক, উপ-পরিদর্শক দিলীপ কুমার মজুমদার, উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম, , উপ-পরিদর্শক হেলাল উদ্দিন, উপ-পরিদর্শক সমীর ভট্টাচার্য, মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক প্রিয়েল পালিত, জিআরও বিশ্বজিৎ, পুলিশ সদস্য  ছাদেক, মনি ত্রিপুরা ও  উপস্থিত সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া শেষে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

আদালত সূত্রে জানা যায়, বান্দরবান সদর থানার ০৭টি মামলার (১) জিআর-১৪২/২০২৩(সদর) এর ০৩কেজি ২০০গ্রাম আফিম, (২) জিআর-১২৬/২০২৩(সদর) এর ১৬কেজি গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিল, (৩) জিআর-১৫৪/২০২৩(সদর) এর ০৩কেজি ২৫০গ্রাম গাঁজা, (৪) জিআর-১৪৫/২০২৩(সদর) এর ১০০ লিটার দেশী চোলাই মদ, (৫) জিআর-১৪৭/২০২৩(সদর) এর ৫০ লিটার দেশী চোলাই মদ, (৬) জিআর-১৫৩/২০২৩(সদর) এর ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, (৭) জিআর-১৫০/২০২৩(সদর) এর ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট এর মূল্য প্রায় তিন কোটি পচিঁশ লক্ষ টাকার মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৫৪:৪৯   ১৭৮ বার পঠিত