বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

বসতবাড়িতে চোরাই ডিজেল-মবিলের মজুত, দুজনকে আটক

প্রথম পাতা » শিরোনাম » বসতবাড়িতে চোরাই ডিজেল-মবিলের মজুত, দুজনকে আটক
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩



---

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় একটি বসতবাড়িতে চোরাই ডিজেল ও মবিলের সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সেখানে অভিযান চালিয়ে ১ হাজার ৩৬০ লিটার ডিজেল এবং ২৮০ লিটার জব্দ করা হয়।

একই সঙ্গে চোরাই কাজে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- পতেঙ্গা থানার দক্ষিণপাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে মো. সুলাইমান (২৯) ও একই এলাকার মো. সোবহানের ছেলে মো. নেজাম (২৪)।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, অভিযানে উদ্ধারকৃত চোরাই ডিজেল এবং মবিলের আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিভিন্ন জাহাজ ও জ্বালানি বহনকারী লরি থেকে অকটেন, ডিজেল এবং মবিল সংগ্রহ করে। এগুলো তারা পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বাংলাদেশ সময়: ১৩:১০:১০   ১৩৪ বার পঠিত