সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

সুনামগঞ্জ লক্ষাধিক টাকা আত্নসাৎ মামলায় শ্রমিক নেতা হারুনুর রশিদ কারাগারে

প্রথম পাতা » শিরোনাম » সুনামগঞ্জ লক্ষাধিক টাকা আত্নসাৎ মামলায় শ্রমিক নেতা হারুনুর রশিদ কারাগারে
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩



---

সুনামগঞ্জ সি এনজি চালিত অটোরিকশা, মিশুক,ও টেক্সীকার ড্রাইভার্স ইউনিয়ন রেজিঃনংচট্র-১৯২২ সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ তালুকদার কে টাকা আত্নসাৎ মামলায় জেল হাজতে প্রেরণ করেছেন আদালত,সোমবার আমল গ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সদর তাকে জেল হাজতে প্রেরন করেন। মামলা বিবরণে জানাযায় সি এনজি চালিত অটোরিকশা, মিশুক,ও টেক্সীকার ড্রাইভার্স ইউনিয়নের ম্যানেজার নিয়োগ সহ বিভিন্ন পদে নিয়োগ প্রতিশ্রুতি দিয়ে ও শ্রমিক কার্ড নবায়ন ফি,নতুন সদস্য ফি সহ প্রতিষ্ঠানের ফান্ড হতে ১লক্ষ ২১ হাজার টাকা আত্নসাৎ করেন হারুনুর রশিদ।বিষয়টি নিয়ে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের উপেন্দ্র কুমার ধর-র ছেলে সি এনজি চালিত অটোরিক্সা, মিশুক,ড্রাইভার্স ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক  শ্রমিক নেতা উত্তম ধর আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সুনামগঞ্জ সদরে মামলা দায়ের করেন। মামলা নং সি - আর ৫৩৩। অভিযোগকারীর কৌশলী এডভোকেট মনিষ কান্তি মিন্টু জানান হারুন রশিদ শ্রমিক ইউনিয়নের লক্ষধিক টাকা আত্নসাৎ করেন, বিজ্ঞ আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর নিশাদুজ্জামান মামলাটি আমলে নিয়ে হারুন রশিদ কে জেল হাজতে প্রেরণ করেন।

বাংলাদেশ সময়: ১৮:১৯:৩৮   ১৩১ বার পঠিত