রাজধানীর বাড্ডা থেকে ১০০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল্লাহ নামে একজনকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড্ডার প্রগতি স্মরণী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (০৩ সেপ্টেম্বর) সকালে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো দক্ষিণের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. আব্দুল্লাহ কক্সবাজার সদরের মৃত আনু মিয়ার পুত্র।
সুব্রত সরকার শুভ জানান, বাড্ডার প্রগতি সরণি এলাকা থেকে ১০০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের ঈদগাহ এলাকার মাদক কারবারি গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, আব্দুল্লাহ কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করতেন। তাকে সংশ্লিষ্ট থানায় মামলার পর হস্তান্তর করা হয়েছে। তিনি স্বীকার করেছেন দীর্ঘ দিন থেকে এ কাজ করছিলেন। কিন্তু শনিবার কক্সবাজার থেকে ইয়াবা এনেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।