রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

ভোলা -২ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, একজনের বাতিল ও একজনের স্থগিত

প্রথম পাতা » দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন » ভোলা -২ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, একজনের বাতিল ও একজনের স্থগিত
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩



---

 লোকমান ইবনে মোশারেফ।

দৌলতখান (ভোলা) সংবাদদাতা


জাতীয় সংসদ নির্বাচনে ভোলা -২ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, একজনের বাতিল ও একজনের স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। 

ভোলা-২ (দৌলতখান- বোরহানউদ্দিন) আসন থেকে মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজম মুকুল, জাতীয় পার্টি (মঞ্জু) মনোনীত প্রার্থী মোঃ গজনবী, বাংলাদেশ সম্মিলিত জাতীয় জোট (কংগ্রেস পার্টি) মনোনীত প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জা মান,

বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত প্রার্থী শাহেন শাহ মোঃ শামছু দ্দিন মিয়ার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে।

বাতিল করা হয়েছে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী এডভোকেট মো হাম্মদ জাহাঙ্গীর আলম রিটু মনোনয়ন পত্র। তিনি দলীয় মনোনয়ন পত্র জমা দেওয়ার কাগজ দেখাতে ব্যার্থ হয়েছেন। তাই তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

এছাড়াও এই আসন থেকে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী মিজা নুর রহমান এর মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে। তিনি বাংলাদেশ ব্যাং কের তথ্য মতে ঋণখেলাপি তালিকায় নাম রয়েছে। যদিও তিনি যদিও তিনি হাইকোর্টে স্থগিত আদেশ করেছেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১:১০:১১   ১৭১ বার পঠিত