রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

কিশোরগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত

প্রথম পাতা » শিরোনাম » কিশোরগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত
রবিবার, ২৬ নভেম্বর ২০২৩



---

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের সচরাচরে কিশোরগঞ্জ এক্সপ্রেস নামের একটি ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কটিয়াদী উপজেলার গচিহাটা স্টেশনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

কিশোরগঞ্জ স্টেশনের মাস্টার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি গচিহাটা স্টেশনে পৌঁছার আগে পয়েন্টে সমস্যার কারণে ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি।

তিনি বলেন, ‘এ ঘটনার পর ভৈরব-কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার অভিযান শুরু হবে।’

 

 

ল নিউজ ২৪. কম এ লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় আইন বিষয়ক প্রবন্ধ,  ক্যারিয়ার, সমসাময়িক বিষয়ক প্রবন্ধ,  কৃষি ও সাহিত্য।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন।

 editorlawnews24@gmail.com

বা infolawnews24@gmail.com 

বাংলাদেশ সময়: ১২:০৭:৩২   ১২১ বার পঠিত