শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন লালমোহন উপজেলা কমিটির পরিচিতি সভা

প্রথম পাতা » শিরোনাম » বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন লালমোহন উপজেলা কমিটির পরিচিতি সভা
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩



---

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন (বিওজেএ) লালমোহন উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লালমোহন ফুডপ্লেস চাইনিজ রেস্টুরেন্টে পবিত্র  কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি মাহমুদ হাসান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সভাপতি  মো. রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি।

পরিচিতি অনুষ্ঠানে  বক্তব্য প্রদান করেন সহসভাপতি তপতি রাণী সরকার, শাহ আবদুল মোতালেব, অর্থবিষয়ক সম্পাদক মাও: আজিম উদ্দিন খান, ক্রীড়া সম্পাদক মিজান হাওলাদার, নির্বাহী সম্পাদক মো. মাহাবুব আলম, আবদুর রহমান নোমান, এমইউ মাহিম, সদস্য মো. সাদিদ।

এসময় উপস্থিত ছিলেন, সহসভাপতি ফয়েজ উল্যাহ ফ্যাশন, যুগ্ম সম্পাদক আরশাদ উল্যাহ মামুন, সাংগঠনিক সম্পাদক মো. মুশফিকুর রহমান, দপ্তর সম্পাদক ওমর রায়হান অন্তর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, সদস্য আরিফুর রহমান রাহাত, মো. নাঈম, মো. আরিফ হোসেন, মো. আল মামুন প্রমূখ।

আলোচনায় বক্তারা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং নিজেদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৫৪   ১৫০ বার পঠিত