স্বপন সওদাগর জয়পুরহাট,
জয়পুরহাটের কালায় উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছেলের কুড়ালের আঘাতে আব্দুল আলিম (৪২) নামে এক বাবা নিহত হয়েছেন।
সোমবার (২০নভেম্বর) কালাই উপজেলার আনিপুকুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (২২ নভেম্বর) গুরুতর আহত বাবা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় মারা যান। এ ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছে। নিহত বাবা আব্দুল আলিম উপজেলার উদয়পুর ইউনিয়নের আনিপুকুর এলাকার মৃত আবু বক্করের ছেলে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিম আল বারী জানান, নিহত আব্দুল আলিমের দুই স্ত্রী।
প্রথম স্ত্রীর ছেলে রিজভী প্রায় জমির ভাগ নিয়ে বাবার সঙ্গে ঝগড়া বিবাধে লিপ্ত হতেন।
এর জেরে সোমবার রাতে বাড়িতে কথা কাটাকাটি র এক পর্যায়ে রিজভী তার বাবা আব্দুল আলিম কে কুড়াল দিয়ে উপুর্যপরি আঘাত করলে দ্বিতীয় স্ত্রী তার স্বামীকে বাঁচাতে আসলে তাকেও কুড়াল দিয়ে আঘাত করে রেজভী। এতে গুরুতর আহত হন আব্দুল আলিম ও তার স্ত্রী তাসলীমা।
পরবর্তীতে তাদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনা স্থলে এগিয়ে এলে রেজভী পালিয়ে যায়। তাদের উদ্ধার করে প্রথমে কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি ঘটলে রাতেই চিকিৎসকরা দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের জন্য বলেন।
সেখানে চিকিৎসাধিন অবস্থায় বাবা আব্দুল আলিম বুধবার সকালে মারা যান। আর তার স্ত্রী তাছলিমা বেগম গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২৩:৫৪:৪২ ১৮২ বার পঠিত