দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। নিজেদের প্রার্থিতা জানান দিতে আগে থেকেই মাঠে নেমেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা। দলীয় কর্মকাণ্ডে সরব উপস্থিতিসহ সামাজিক নানান কর্মকাণ্ডেও ব্যস্ত সময় পার করছেন তারা। তাদের কেউ কেউ এলাকায় গণসংযোগও শুরু করেছেন।
জাতীয় নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন বাগিয়ে নেওয়ার দৌড়ে এবারও পিছিয়ে নেই আইনজীবীরা। ইতোমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক মো. অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। নিজেদের প্রার্থিতা জানান দিতে আগে থেকেই মাঠে নেমেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা। দলীয় কর্মকাণ্ডে সরব উপস্থিতিসহ সামাজিক নানান কর্মকাণ্ডেও ব্যস্ত সময় পার করছেন তারা। তাদের কেউ কেউ এলাকায় গণসংযোগও শুরু করেছেন।
জাতীয় নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন বাগিয়ে নেওয়ার দৌড়ে এবারও পিছিয়ে নেই আইনজীবীরা। ইতোমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক মো. অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল।
বাংলাদেশ সময়: ২৩:৩৯:৪৮ ১১৭ বার পঠিত