বুধবার, ২২ নভেম্বর ২০২৩

রাজবাড়ী জেলা পুলিশে যুক্ত হল বিশেষায়িত টিম স্পেশাল টাস্কিং গ্রুপ ( S T G)

প্রথম পাতা » শিরোনাম » রাজবাড়ী জেলা পুলিশে যুক্ত হল বিশেষায়িত টিম স্পেশাল টাস্কিং গ্রুপ ( S T G)
বুধবার, ২২ নভেম্বর ২০২৩



---


স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীতে অপরাধ ও অপরাধী সনাক্ত এবং অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করতে জেলা পুলিশের ১৫ সদস্য বিশিষ্ঠ বিশেষায়িত টিম স্পেশাল টাস্কিং গ্রুপ (এস টি জি) যাত্রা শুরু হলো। বুধবার ওই টিমটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে পুরোদমে কাজ শুরু করবে তারা।

জানাগেছে, এ টিমের সদস্যদের কাছে থাকবে অত্যাধুনিক অস্ত্র। টিমের সদস্যরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দক্ষতার সাথে কাজ করবে। তারা অপরাধ ও অপরাধী সনাক্ত এবং অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করবে।


এদিকে বুধবার (২২নভেম্বর) রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ

এই টিমের সদস্যদের প্রকাশ্য আনেন। জেলা পুলিশের ফেসবুক পেজে ওই টিমের ছবিও আপলোড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩০:৫২   ১৪৯ বার পঠিত