স্বপন সওদাগর জয়পুরহাট প্রতিনিধিঃ
১৭ নভেম্বর(২০২৩) জয়পুরহাটের সদর উপজেলায় পাথর বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেয় দূর্বৃত্তরা।
এঘটনায় জয়পুরহাট থানায় মামলা দায়ের করার পর রায়হান মন্ডল নামে এক ব্যাক্তি কে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (১৭নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সদরে হিচমী বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রায়হান মন্ডল হিচমী এলাকার মৃত আলাল মন্ডলের ছেলে বলে জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে,দেশব্যাপী চলমান অবরোধের অংশ হিসেবে জয়পুরহাট হিলি সড়কের পুরানাপৈলে পাথর বোঝাই ট্রাকে পেট্রোল বেমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর ৫-টার দিকে সদর উপজেলার পুরানাপৈল সড়কে এ ঘটনা ঘটে।
পরে জয়পুরহাট থানায় একটি মামলা হয়েছে।
জানা গেছে, পঞ্চগড় থেকে পাথর বোঝাই ট্রাক নওগাঁর অভিমুখে যাচ্ছিল, এমতাবস্থায় জয়পুরহাট পুরানাপৈল রেল ক্রসিং পড়লে গতিসীমা কমিয়ে দেয় চালক। এ সময় ১২ থেকে ১৩ জন লোক এসে ট্রাকে এলোপাতাড়ি ইটপাটকেল
এবং পেট্রোল বোমা ছুড়লে ট্রাকটিতে আগুন লেগে যায়।পরবর্তিতে ট্রাক চালকের চিৎকারে আশেপাশের লোকজন, অন্য গাড়ির লোকজন পাশের জলাশয় হতে পানি এনে আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
জয়পুরহাট র্্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক বলেন, ট্রাকে আগুন দেয়ার ঘটনায় জয়পুরহাট থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়।
ঘটনার ২৪ ঘন্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় রায়হান মন্ডল নামে একজন কে জেলার সদরে হিচমী বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।পরবর্তিতে গ্রেপ্তারকৃত আসামী কে যথাযথ আইনগত ব্যাবস্থা গ্রহন করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এ এসপি মোঃ রফিকুল ইসলাম সহ অন্য সদস্যরা।
বাংলাদেশ সময়: ২০:২৭:২৪ ২২১ বার পঠিত