বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

দৌলতখানে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, বসতঘর ভাঙচুর, আহত-৫

প্রথম পাতা » শিরোনাম » দৌলতখানে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, বসতঘর ভাঙচুর, আহত-৫
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩



---

 দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা।

ভোলার দৌলতখানে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা ও বসতঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে । বুধবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে বারোটার সময় সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মিঝির হাটে কবির মাঝির ছেলে নোমানের সঙ্গে একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের লোকমানের ছেলে শরীফের ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে বাকবিতর্ক ও হাতাহাতি হয়। এঘটনার পর দুপুর সাড়ে বারোটার দিকে শরীফ ও তার পিতা লোকমানের নেতৃত্বে ৬০/৭০ জন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে কবির মাঝির বাড়িতে হামলা ও ভাঙচুর করে। হামলায় কবির মাঝি ও তাঁর অনার্স পড়ুয়া ছেলে নোমান, স্ত্রী ফরিদা ও বোন লিলু আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত নোমানকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কবির মাঝির স্ত্রী আহত ফরিদা বেগম জানায়, স্থানীয় লোকমান ও তার ছেলে শরীফের নেতৃত্বে ৬০-৭০ জন তাদের বসতঘর ভাঙুর করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। হামলাকারীরা তার স্বামী কবির, ছেলে নোমান, ননদ লিলুকে পিটিয়ে আহত করে। এ ব্যাপারে অভিযুক্ত লোকমানের স্ত্রী খাদিজা জানায়, ক্রিকেট খেলা নিয়ে তার ছেলে শরীফকে মারধর করে কবির মাঝির ছেলে ও ভাগ্নে । এবিষয়ে জানতে গেলে তার স্বামীকেও মারধর করা হয়। শরীফকে দৌলতখান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩:৩৯:১১   ২৫৯ বার পঠিত