বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

ভোলায় মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার।।

প্রথম পাতা » শিরোনাম » ভোলায় মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার।।
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩



---

আল-আমিন (রাকিব)

সাব-এডিটর,

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে, পুকুর থেকে জিলন (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে বাপ্তা ইউনিয়নের চরনাপ্তা গ্রামের আবুল বশারের পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।ভোলা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবু জাফর  এ তথ্য নিশ্চিত করেছেন।জিলন শহরের পৌর ৯ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে।

জিলনের পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই মো. আবু জাফর জানান, জিলন একজন মানসিক ভারসাম্যহীন যুবক। এছাড়াও তার মৃগীরোগ ছিল। পরিবারের ধারণা, মৃগীরোগ থাকায় জিলন পুকুরের পানিতে পড়ে মারা যেতে পারে। জিলনের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় জিলনের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩:২২:১৬   ৩১০ বার পঠিত