বরগুনার বেতাগীতে চেক জালিয়াতি ও অর্থ আত্মসাতসহ একাধিক মামলায় পৌর কাউন্সিলর নয়ন দাসকে আটক করেছে পুলিশ। শনিবার (২ সেপ্টেম্বর) বেতাগীর কলেজ গেট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
ওসি জানান, কাউন্সিলর নয়ন বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। স্বপন নামে এক ব্যক্তির কাছ থেকে ভুয়া চেক দিয়ে গরু কেনেন। পরে টাকা বুঝে না পেয়ে চেক জালিয়াতির মামলা করেন স্বপন।
অভিযোগকারী স্বপন বলেন, নয়ন দাস টাকা দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা বাজারমূল্যের দুটি গরু কেনেন। তবে তিনি নগদ না দিয়ে ৪টি ব্যাংক চেক দেন। যা ছিল ভুয়া।
ওসি বলেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। কিন্তু তিনি পালিয়ে থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।