সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

জয়পুরহাটে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

প্রথম পাতা » শিরোনাম » জয়পুরহাটে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার
সোমবার, ১৩ নভেম্বর ২০২৩



---

স্বপন সওদাগর, জয়পুরহাট প্রতিনিধি ,

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামি মোঃমোকারম হোসেন দেওয়ান ওরফে লিটন কে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১১ নভেম্বর)  রাতে জয়পুরহাট শহরের বঙ্গবন্ধু রোডে রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত মোকারম হোসেন দেওয়ান  নওগাঁ জেলা বদলগাছী থানার খাদাইল গ্রামের মৃত মেহেদী হাসানের ছেলে।

র‌্যাব -৫ জয়পুরহাট ক্যাম্পের সিনিয়র এ এসপি মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব –৫  এর জয়পুরহাট  ক্যাম্পের একটি  চৌকষ দল। পরে মোকারম হেসেন দেওয়ান ওরফে লিটন কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে লিটন জানান, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় ২০১৮ সালে একটি মাদক মামলা হয়।

মামলার দীর্ঘ শুনানির পর আদালত, আসামি  মোকারম হোসেন দেওয়ান লিটনের বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় ঘোষনা করেন।

রায় ঘোষনার পর সময় থেকে আসামি দেশের বিভিন্ন স্থানে  নিজেকে গোপন রেখে  এক জায়গা হতে অন্য জায়গা বদল করে পলাতক জীবন যাপন করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২০:৪২   ১৮১ বার পঠিত