সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

বান্দরবানে আইনি প্রক্রিয়া শেষে ০২টি পৃথক মামলার প্রায় পঁচিশ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ধ্বংস।

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » বান্দরবানে আইনি প্রক্রিয়া শেষে ০২টি পৃথক মামলার প্রায় পঁচিশ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ধ্বংস।
সোমবার, ১৩ নভেম্বর ২০২৩



---

মোহাম্মদ নাসির উদ্দিন তিজো, বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানের আদালত চত্বরে ১৩ নভেম্বর ২০২৩ইং রোজ সোমবার  দুপুর আনুমানিক ২.৩০ঘটিকার সময় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায়   সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল হক, উপ-পরিদর্শক মোঃ আফজাল হোসেন , উপ-পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম, মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত এর প্রতিনিধি উপ-পরিদর্শক কোহিনুর আক্তার, জিআরও বিশ্বজিৎ, পুলিশ সদস্য  ছাদেক ও  উপস্থিত সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে এই দেশি তৈরি চোলাই মদ ধ্বংস করা হয়।

আদালত সূত্রে জানা যায়, বান্দরবান সদর থানার জব্দকৃত ১টি মামলায় একটি প্লাস্টিকের বস্তার মধ্যে ০৮টি প্লাস্টিকের বেতলে প্রতিটি বোতলে ০২ লিটার করে  প্রায় ১৬ লিটার ও অন্য ১টি মামলায় একটি প্লাস্টিকের বস্তার মধ্যে ০৫টি প্লাস্টিকের বোতলে প্রতিটি বোতলে  ০২ লিটার করে দেশীয় তৈরি চোলাই মদ প্রায় ১০ লিটার সর্বমোট প্রায় ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য  প্রায় ১০ হাজার টাকা । ২টি মামলার নমুনা হিসেবে ৪০০ মিলি আলাদা করে রাসায়নিক পরীক্ষার জন্য  প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:৩৫   ২৭৪ বার পঠিত