শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

ভোলা হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ভোলা হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন
শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩



---

স্বপন সওদাগর- জয়পুরহাট প্রতিনিধি,

জয়পুরহাটে ভোলা হত্যা মামলার ২০ বছর পর ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও তাদের প্রত্যেক কে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

 বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে জেলার দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্তদের বাড়ি-জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা এলাকায়, তাদের মধ্যে একজন পলাতক।

দন্ডপ্রাপ্তরা হলেন– পাঁচবিবি উপজেলার হরেন্দ( হাকিমপুর) গ্রামের নিভরদা ওরফে শুকটার ছেলে আব্দুল মান্নান, মৃত বিরাজের ছেলে ছানোয়ার হোসেন, ছানোয়ারের ভাই সাহাজ হোসেন, খয়বর আলীর ছেলে দুলো,মৃত অফির উদ্দীনের ছেলে শাহজাহান, মৃত মজিবর রহমানের ছেলে শফিকুল ইসলাম, মৃত বিরাজউদ্দীনের ছেলে আনোয়ার, খয়বরের ছেলে আব্দুল ওহাব,মৃত হাতেম আলীর ছেলে আব্দুল খালেক হরেন্দা গ্রামে মৃত বিরাজ উদ্দীনের ছেলে দেলোয়ার বিরাজউদ্দীন ও আব্দুল খালেকের ছেলে আনিছুর।

এদের মধ্যে আব্দুল মান্নান পলাতক রয়েছেন।

মামলার বিবরনে জানা গেছে

পাঁবিবি উপজেলার হরেন্দা হাকিমপুর গ্রামের আব্দুস সাত্তার মন্ডলের ছেলে ভোলা মন্ডল পাওয়ার টিলার দিয়ে জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন।

২০৩ সালে ৫-ই জুলাই ভোলা তার চালক মীর সহিদ কে নিয়ে জমি চাষ করতে যান, সেদিন রাতে আরও জমি চাষ করতে হবে বাড়িতে জানালে তার আপন তিন ভাই খাবার নিয়ে মাঠে যায়।

এ সময় সহকারি কে পাওয়ার টিলার চালাতে দিয়ে ভোলা খাবার পর চার ভাই পাশের ভিটায় বিছানা বিছিয়ে ঘুমিয়ে পড়েন।

সেই রাতেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামীরা দেশিও অস্ত্র সস্ত্র নিয়ে তাদে র উপর হামলা করে।

এ সময়ে আসামীরা মারপিট করে এবং ভোলা গুরুতর আঘাত প্রাপ্ত হয়।পরবর্তিতে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই দোলা মন্ডল বাদী হয়ে পরের দিন পাঁচ বিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার শুনানি শেষে আদালত আজ এ রায় দেয়।

বাংলাদেশ সময়: ১৪:০৫:১২   ১৩৬ বার পঠিত