স্বপন সওদাগর (জয়পুরহাট প্রতিনিধি),
জয়পুরহাট আক্কেলপুরে পৌরসভার চারমাথার মোড়ে আক্কেলপুর এল পি জি ফিলিং স্টেশনে বিস্ফোরন ঘটনায় একজন কর্মচারি সাইফুল ইসলাম (৫০) মারা যায়।
গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সাইফুল ইসলাম আক্কেলপুর পৌরসভার হজীপাড়া মহল্লার বাসিন্দা।
এর আগে মঙ্গলবার রাতে আক্কেলপুর এল পি জি ফিলিং স্টেশনে আগুন লাগে। সেই দূর্ঘটনার কবলে পড়ে সাইফুল ইসলামের সমস্ত শরীর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দুটি ইউনিট ঘটনা স্থলে পৌছেঁ আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় স্থানীয়রা তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়, সেখানে অবস্থার অনতি হলে ঢাকা শেখহাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসধিন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিরি মারা যান।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহিনুর রহমান বলেন,ফিলিং স্টেশনে বিস্ফোরণে একপর্যায় দগ্ধ হওয়ায় সাইফুল ইসলামের বেশিভাগ শরীর পুড়ে যায় এমতবস্থায় চিকিৎসারত অবস্থায় সাইফুল ইসলাম মৃত্যু বরন করেন, অগ্নিকান্ডের ঘটনায় সাধারন ডায়েরি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:০১:১২ ২৩৫ বার পঠিত