চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি,
ভোলার চরফ্যাশন উপজেলায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় দক্ষিণ আইচা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মাঠ কর্মী মো. হাসনাইন (২৪)কে গ্রেফতার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।
শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ আইচা বাবুরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এনজিও কর্মী হাসনাইন ভোলা সদর ঘুইঙ্গারহাট তালতলা এলাকার মো. ইদ্রিসের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নেসার উদ্দিন জানান, দক্ষিণ আইচা থানা এলাকায় এক কলেজ ছাত্রীর মা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার থেকে ঋণ নিলে অর্থিক লেনদেন মাধ্যমে ওই ছাত্রীর সঙ্গে এনজিও কর্মী হাসনাইনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখাইয়া এনজিও কর্মী হাসনাইন গত ১২ অক্টোবর রাতে দক্ষিণ আইচা বাজারে অবস্থিত গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অফিসের ভিতরে তার শোয়ান কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় ছাত্রীর ডাকচিৎকারে অফিসের পিয়নসহ অপরিচিত লোকজন দরজা ধাক্কা দিয়ে ছাত্রীকে উদ্ধার করে। এরপর বিষয়টি জানাজানি হলে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ম্যানাজার সিদ্ধান্ত নেয় ওই ছাত্রী সঙ্গে এনজিও কর্মীর একসাপ্তাহের মধ্যে বিবাহ দিবেন। বিয়েতে এনজিও কর্মী হাসনাইন রাজি না হয়ে পালিয়ে যায়। এঘটনায় ঐ ছাত্রী বাদী হয়ে এনজিও কর্মী হাসনাইনকে আসামি করে থানায় মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।দক্ষিণ আইচা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ব্রাঞ্চ ম্যানাজার মো. শামীম জানান, ঘটনার পরে ওই ছাত্রীকে বিয়ের জন্য বলা হয়েছ হাসনাইনকে সে রাজি না হওয়ায় দক্ষিণ আইচা ব্রাঞ্চ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।
দক্ষিণ আইচা থানার (ওসি) সাঈদ আহমেদ (পিপিএম) জানান, গ্রেফতারকৃত এনজিও কর্মী হাসনাইনকে রোববার সকালে আদালতে সোপার্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:২৪:২৫ ১৮৩ বার পঠিত