মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

কনস্টেবল নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রদল নেতা আমান ৭ দিনের রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » কনস্টেবল নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রদল নেতা আমান ৭ দিনের রিমান্ডে
মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩



---

বিএনপির মহাসমাবেশ চলাকালীন ফকিরাপুল এলাকায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আমান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক।

এর আগে সোমবার (৬ নভেম্বর) বিকেলে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের একটি টিম রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গত ২৯ অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপ-পরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ ১৬৪ জনকে আসামি করা হয়।

এর আগে সোমবার (৬ নভেম্বর) বিকেলে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের একটি টিম রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গত ২৯ অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপ-পরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ ১৬৪ জনকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ২০:৪২:১০   ১৩৪ বার পঠিত