শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩

সুনামগঞ্জে ছাতকে সিনিয়রের কাছে সিগারেট চাওয়ায় যুবক খুন

প্রথম পাতা » সারাদেশ » সুনামগঞ্জে ছাতকে সিনিয়রের কাছে সিগারেট চাওয়ায় যুবক খুন
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩



 

 ---

সুনামগঞ্জে ছাতকে ‘জুনিয়র হয়ে সিনিয়রের কাছে’ সিগারেট চাওয়া নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনা ঘটেছে।

শনিবার (২ সেপ্টেম্বর) রাতে অনুমানিক ৩ টায় সুরমা নদীর পাড়ে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় এ ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে নিহত মোজান্মেল হোসেন মাসুম (৪৩) পৌরসভার পূর্ব নোয়ারাই গ্রামের সাবেক মেম্বার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় মোজাম্মেল হোসেন মাসুমের কাছে সিগারেট চায় হোসাইন কবির (২৭)। মাছুম সিগারেট না দিয়ে চড় মেরে কবিরকে জুনিয়র সিনিয়রের কাছে সিগারেট চাওয়া বেয়াদবি বলে ক্ষিপ্ত হয়। এতে দু’জনের মধ্যে বাধে বাকবিতন্ডা। এক পর্যায়ে মাছুমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় কবির।

পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় লাফার্জ কারখানা এলাকা থেকে ছাতক পৌরসভার বাগবাড়ীর হুমায়ুন কবিরের ছেলে মো. হোসাইন কবিরকে আটক করে পুলিশ।

এদিকে, ছুরিকাঘাতে গুরুতর আহত মোজান্মেল হোসেন মাসুমকে ভোরে ছাতক হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ছাতক থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আরিফুল আলম জানান, মরদেহ সুনামগঞ্জ মর্গে রয়েছে। ঘটনায় জড়িত প্রদান আসামিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৫৬   ২৩০ বার পঠিত