মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

বিএনপির মহাসমাবেশে সংঘর্ষ :কনস্টেবল হত্যা মামলায় আরও ১ আসামি রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » বিএনপির মহাসমাবেশে সংঘর্ষ :কনস্টেবল হত্যা মামলায় আরও ১ আসামি রিমান্ডে
মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩



---

বিএনপির মহাসমাবেশ চলাকালীন নয়াপল্টন এলাকায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার শহিদুল্লাহ মুসুল্লি নামে এক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


মঙ্গলবার (৩১ অক্টোবর) তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক মো. সালাহ উদ্দিন কাদের। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।


আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি জানিয়েছেন।

এর আগে গতকাল সোমবার (৩০ অক্টোবর) এই মামলায় গ্রেপ্তার পলাশবাড়ী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম ওরফে সিংটা শামীম ও মো. সুলতান মিয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।


গত রোববার (২৯ অক্টোবর) রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপ-পরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ ১৬৪ জনকে আসামি করা হয়েছে। এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভী, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুস সালাম, নিপুণ রায়, আমিনুল হক, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

বাংলাদেশ সময়: ২০:০৪:০১   ১৪০ বার পঠিত