রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

রাজনৈতিক কর্মসূচি চলাকালে সাংবাদিক হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে ওনাব

প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজনৈতিক কর্মসূচি চলাকালে সাংবাদিক হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে ওনাব
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩



---

 

রাজধানী ঢাকায় শনিবার (২৮ অক্টোবর) বিএনপি জামায়াতের রাজনৈতিক কর্মসূচি চলার সময় দায়িত্বপালনরত সাংবাদিকদের ওপর হামলার নিন্দা এবং একই সময় পুলিশের টিয়ার শেল নিক্ষেপকালে কাকরাইলে রিকসা থেকে পড়ে গুরুতর আহত সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ (ওনার)।

সংগঠনের সভাপতি মোল্লাহ আমজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক শাহীন চৌধুরীর স্বাক্ষরিত এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও নিন্দা জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়। নিরপেক্ষভাবে সংবাদ সংগ্রহ এবং তা জাতির সামনে তুলে ধরাই সাংবাদিকদের দায়িত্ব। কিন্তু এই কাজ করতে গিয়ে কেউ যদি আক্রমনের শিকার হয় সেটা খুবই দুঃখজনক। আমরা পেশাগত দায়িত্বপালনের সময় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। আহত সাংবাদিকদের চিকিৎসা এবং নিহত রফিক ভূঁইয়ার পরিবারকে সহযোগিতা করার জন্য সংশ্লিস্টদের প্রতি দাবি জানাচ্ছি।

সর্বপরি রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যম কর্মীদের নিরপাত্তা নিশ্চিত করতে সরকার ও সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানিয়েছে ওনাব।

বাংলাদেশ সময়: ১৯:৩৭:১৫   ১৬৫ বার পঠিত