স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীতে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
জেলার পাংশা মডেল থানার গ্রেফতার দুই নারীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৯(ক) মামলা রুজু করা হয়।
শনিবার (২৮অক্টোবর) গ্রেফতার দুই নারী মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
গ্রেফতার দুই নারী মাদক ব্যবসায়ী হল, কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার ষোলদাগ গ্রামের গুচ্ছ গ্রাম হাসপাতাল পাড়ার মোঃ মজনু খাঁর স্ত্রী মোছাঃ তাহমিনা খাতুন(৪৪) ও একই থানার ষোলদাগ গ্রামের জিকে কলোনীর মোঃ নুর আলম ওরফে নুরা এর স্ত্রী মোছাঃ পারুল খাতুন(৪৫)।
জানাগেছে, পাংশা মডেল থানার এসআই(নিরস্ত্র) মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই (নিরস্ত্র) রিপন খান সঙ্গীয় ফোর্সসহ গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিওিতে পাংশার লাহিড়ী রঘুনাথপুর এলাকার মৃত কোবাদ আলী মন্ডল এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে মাদকসহ তাদেরকে গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ১৯:২০:১৮ ১৫৭ বার পঠিত