রাজশাহীতে র্যাবের অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) জেলার গোদাগাড়ী ও চারঘাট উপজেলায় পৃথক অভিযানে র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেফতার করে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
গ্রেফতার দুই মাদক কারবারি হলেন— জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ জাহানাবাদ মেলপাড়া এলাকার শীষ মোহাম্মদের ছেলে মো. আব্দুল্লাহ (৩০) ও নাটোর সদরের কুড়িয়াপাড়া এলাকার আরোজ আলীর ছেলে আকাশ হোসেন (২১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বুধবার (২৫ অক্টোবর) মাদক বিরোধী পৃথক অভিযান চালায় সংস্থাটি। সন্ধ্যা ৭টার দিকে গোদাগাড়ী পৌরসভার সারাংপুর এলাকার গোদাগাড়ী মেডিকেলের পেছনে মো. জসিম উদ্দিন নামে এক ব্যক্তির আমবাগানে প্রথম অভিযান পরিচালিত হয়। এ সময় ৩০০ গ্রাম হেরোইনসহ মো. আব্দুল্লাহকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। তিনি দুটি মাদক মামলায় অভিযুক্ত। মামলা দুটি বিচারাধীন রয়েছে।
এদিকে, বুধবার (২৫ অক্টোবর) রাত ৯টার সময় জেলার চারঘাট উপজেলার জয়পুর এলাকাতেও অভিযান চালায় র্যাব। এ সময় ৩১৫ বোতল ফেনসিডিলসহ আকাশ হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় একটি করে টলি ব্যাগ ও মোবাইল এবং দুটি সিমকার্ড।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দুটি পরিচালিত হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে কয়েকজন পালিয়ে গেলেও এ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হন র্যাব সদস্যরা। পলাতক মাদক কারবারিদের মধ্যে নাটোরের মনির হোসেনের (৪৫) নামে দুটি মাদক মামলা রয়েছে।
এ ব্যাপারে র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে গোদাগাড়ী ও চারঘাট থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানেই থাকবে র্যাব।
বাংলাদেশ সময়: ১১:৪২:৪৬ ১৪৭ বার পঠিত