সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

আট বছরের শিশু সন্তান হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » আট বছরের শিশু সন্তান হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩



 

---

স্বপন সওদাগর 

জয়পুরহাট জেলা প্রতিনিধি,

জয়পুরহাটে আট বছরের শিশু সন্তান হত্যার দায়ে বাবা নজরুল ইসলাম লিটনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (২৩অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রাজজ– ২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন রায় দেন।

জয়পুরহাট আদালতের সরকারি কৌশলি(পি.পি.) এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল রায়ের বিষয় টি নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার রাজ নগর আর্দশ গ্রামের নিজাম উদ্দিনের ছেলে তবে তিনি জামিন নেওয়ার পর থেকে পলাতক।

---

মামলা সূত্রে জানা গেছে ২০১০ সালের ১১-নভেম্বর সকালে নজরুল ইসলাম লিটনের তার আট বছরের ছেলেকে এলো পাথাড়ি মারপিট করে এর পর তার সন্তান রানা কে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের পরামর্শে  জয়পুরহাট সদর হাসপাতালে (১৩ নভেম্বর)  নেওয়ার পথে সে মারা যায়।

এ ঘটনায় শিশুটির মা বুলি আরা বাদী হয়ে  ১৩ ই নভেম্বর সদর থানায় মামলা রুজু করেন  অপর দিকে এই মামলার শুনানি

শেষে আদালত রায় প্রদান করেন। তবে আসামি পলাতক থাকায় আদালত তার গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

বাংলাদেশ সময়: ২১:৩০:৫৯   ১৭০ বার পঠিত