বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

রাজবাড়ীতে শাশুড়ী হত্যা মামলায় পুত্রবধুর যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » রাজবাড়ীতে শাশুড়ী হত্যা মামলায় পুত্রবধুর যাবজ্জীবন কারাদণ্ড
বুধবার, ১৮ অক্টোবর ২০২৩



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ীতে শাশুড়ী নুরজাহান বেগমের হত্যা মামলায় পুত্রবধু রোজিনা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রোজিনা জেলার জামালপুর ইউনিয়নের হাতিমোহন গ্রামের বারেক শেখের স্ত্রী।

বুধবার (১৮অক্টোবর) রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ মোসাম্মদ জাকিয়া পারভীন এ রায় প্রদান করেন।

---

এই রায়ে রাজবাড়ীর জজ কোর্টের (পিপি) উজির আলী শেখ সন্তুষ্ট প্রকাশ করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের ২৪ নভেম্বর রাজবাড়ী জেলার জামালপুর ইউনিয়নের  হাতিমোহন গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

এরপর ছেলে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:২৫   ৩৭৪ বার পঠিত