কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা ছাত্রদল নেতার ভাড়াবাসা থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) পৌনে ১০ টা থেকে ১২ টা পর্যন্ত অভিযানে কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার মানিক ফকিরের গলির একটি বাসা থেকে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ এসব তথ্য নিশ্চিত করেছে।
অস্ত্র উদ্ধার উদ্ধারকৃত বাসার ভাড়াটিয়া গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক তাকবির উদ্দীন রকিব। তিনি হারুয়া এলাকার মৃত আবু তাহের ওরফে মাইক তাহেরের ছেলে। বাসাটির মালিক আব্দুল মালেক নামের এক ব্যক্তি।
অভিযানে ৬ বোরের একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একাধিক চাইনিজ কুড়াল, ছোরা, রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার হয়।
ওসি মোহাম্মদ দাউদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্রদলের গুরুদয়াল সরকারি কলেজের আহ্বায়ক তাকবির উদ্দীন রকিব এই কার্যক্রম পরিচালনা করে আসছে। কিছুদিন আগে গুরুদয়াল সরকারি কলেজের পাশেই সে এই বাসাটি ভাড়া নেয়। এ বাসাতে তার সাঙ্গপাঙ্গকে নিয়ে দেশিয় বিভিন্ন অস্ত্র তৈরি করতো। যা দিয়ে শহরে অরাজকতা সৃষ্টি করার জন্য তারা এই কার্যক্রম করতো। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার ভিতরের লোকজন লাইট বন্ধ করে পালিয়ে যায়। পরে পুলিশ দেয়াল টপকে ভিতরে ঢুকে অস্ত্রের কারখানা সন্ধান পায়। এ সময় ৬ বোরের একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একাধিক চাইনিজ কুড়াল, ছোরা, রামদাসহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, বাসাটির মালিক আব্দুল মালেক নামের এক ব্যক্তি। তিনি এখানে থাকেন না। তার ছেলে ফারুক বাসাটির তত্বাবধান করেন। রকিব বাসাটির ভাড়াটিয়া। সে বাসাটি ভাড়া নিয়ে অস্ত্র তৈরি করে আসছিল, এমন আলামত পাওয়া গেছে তার ব্যবহৃত একটি স্ট্যাচার পাওয়া গেছে। তার বিরুদ্ধে এর আগেও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ ঘটনা কাউকে আটক করা যায়নি। তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫:৪৪:০৭ ১৬৭ বার পঠিত