লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মো. আওয়াল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সোমবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকার আজিজ পঞ্চায়েত বাড়ির সামনের রাস্তার উপর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ঐ তিন মাদক ব্যবসায়ীকে।গ্রেফতারকৃতরা হলেন- পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড গজারিয়া এলাকার মো. খোকন পঞ্চায়েতের ছেলে মো. সুমন পঞ্চায়েত (৩৩), মো. নাসির মাতাব্বরের ছেলে মো. সোহাগ মাতাব্বর(২৮) এবং মৃত ছিদ্দিক বেপারীর ছেলে মো. ফজলু বেপারী(৩২)।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন মাদক ব্যবসায়ীরা। পরে পুলিশ তাদের ধাওয়া করে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৪৯:৩১ ১১১ বার পঠিত