শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, জড়িত যুবদল নেতা বহিস্কার

প্রথম পাতা » প্রধান সংবাদ » আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, জড়িত যুবদল নেতা বহিস্কার
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫



আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, জড়িত যুবদল নেতা বহিস্কার

মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে গ্রেফতার যুবদল নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় থানার ওসি কাইয়ুম উদ্দীন চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া, গ্রেফতার হওয়া ওই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

জানা যায়, শনিবার সন্ধ্যায় শ্রীনগর থানায় ৩১ জনের নাম উল্লেখসহ ১৭০ জনকে আসামি করে মামলা করেন এসআই আব্দুর রাজ্জাক। পরে, অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গত শুক্রবার মারামারির মামলার এজাহারভুক্ত আসামি শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে আটক করে পুলিশ। পরে রাতে থানা থেকে তাকে ছিনিয়ে নেয় দলটির অর্ধশতাধিক নেতাকর্মী।

এই ঘটনার বিচার দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবরোধ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এরই মধ্যে ছাত্রদল নেতা তরিকুল ইসলামকে শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় আবারও তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১:১৭:৩৩   ১২ বার পঠিত