বুধবার, ১ জানুয়ারী ২০২৫

চাঁদনী চক মার্কেট তথ্য গোপন করে একাধিক রিট প্রতারণার শামিল

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » চাঁদনী চক মার্কেট তথ্য গোপন করে একাধিক রিট প্রতারণার শামিল
বুধবার, ১ জানুয়ারী ২০২৫



তথ্য গোপন করে একাধিক রিট প্রতারণার শামিল

রাজধানীর চাঁদনী চক মার্কেটের ব্যবসায়ীদের সংগঠন চাঁদনী চক বিজনেস ফোরাম’র প্রশাসক নিয়োগ নিয়ে একের পর রিট করায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট।

হাইকোর্ট বলেছেন, তথ্য গোপন করে একই বিষয়ে একাধিক রিট করা আদালতের সঙ্গে প্রতারণা করার শামিল। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রিট খারিজের লিখিত আদেশে এ মন্তব্য করেন। মঙ্গলবার রিট খারিজের লিখিত আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

রিট আবেদন থেকে জানা যায়, ২৩ অক্টোবর চঁাদনী চক বিজনেস ফোরামের কার্য কমিটি বাতিল করে সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলুজ্জামানকে প্রশাসক হিসাবে নিয়োগ দেয় সমাজসেবা অধিদপ্তর। প্রশাসক নিয়োগের এ সদ্ধিানে্তর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন চাঁদনী চক বিজনেস ফোরামের বাতিল কমিটির সেক্রেটারি মনির হোসেন হাওলাদার।

প্রশাসক নিয়োগের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আপিল না করে সরাসরি রিট করায় ২৯ অক্টোবর আবেদনটি খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। আপিল বিভাগে রিট মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় ফের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের একই বেঞ্চে রিট আবেদন করা হয়। একই ব্যক্তি রিট আবেদন করেন।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে এবার হাইকোর্ট প্রশাসক নিয়োগের সদ্ধিান্ত স্থগিতের পাশাপাশি রুল জারি করেন। এর পরদিন একই বিষয়ে আগে রিট করার বিষয়টি আদালতের নজরে আনেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তখন হাইকোর্ট তথ্য গোপন করে একাধিক রিট করায় উষ্মা প্রকাশ করেন এবং প্রশাসক নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার করে রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। এতে থেমে থাকেননি রিটকারী মনির হোসেন হাওলাদার। তথ্য গোপন করে একই বিষয়ে হাইকোর্টের অন্য বেঞ্চে আবারও রিট করেন তিনি। রিটের শুনানি ১৭ ডিসেম্বর প্রশাসক নিয়োগের সদ্ধিান্ত স্থগিতের পাশাপাশি রুল জারি করেন আদালত। বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগে ১৩ জানুয়ারি এ আবেদনের ওপর শুনানি হবে।

বাংলাদেশ সময়: ১০:৩৭:০৭   ৪০ বার পঠিত