সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

দীপ্ত টিভির তামিম হত্যার ঘটনায় অন্যতম আসামি গ্রেফতার

প্রথম পাতা » প্রধান সংবাদ » দীপ্ত টিভির তামিম হত্যার ঘটনায় অন্যতম আসামি গ্রেফতার
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪



দীপ্ত টিভির তামিম হত্যার ঘটনায় অন্যতম আসামি গ্রেফতার

বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম (৩৪) হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি মামুনুর রশিদ মামুনকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-৩-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর সকালে রামপুরার মহানগর প্রজেক্টের চার নম্বর রোডের ডি-ব্লকের বাড়ির আট তলার একটি ফ্ল্যাটে দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে মারধর ও গলা টিপে হত্যা করা হয়। এ ঘটনায় ১৬ জনকে আসামি করে থানায় মামলা করে নিহতের পরিবার।

বাংলাদেশ সময়: ৬:৩৪:৩৪   ৯ বার পঠিত