ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) বিভিন্ন শাখায় এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভীন এবং পরিবারের ৯ সদস্যের ১২৫টি হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ ইবরাহীম মিয়া এ আদেশ দেন।
এই পরিবারের অন্য সদস্যরা হলেন সাইফুল আলমের ভাই মোহাম্মদ আবদুল্লাহ হাসান, ওসমান গণি, আবদুস সামাদ, রাশেদুল আলম, শহীদুল আলম, ওসমানের স্ত্রী ফারজানা বেগম, শহীদুলের স্ত্রী মিসকাত আহমেদ এবং সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস। তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আবু সাঈদ আদালতে আবেদন করেন। তার পক্ষে দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম আবেদনটি উপস্থাপন করেন।
আবেদনে বলা হয়, এস আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ এবং অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগের তদন্তের সময় চট্টগ্রাম ও ঢাকায় এফএসআইবির ১২৫টি অ্যাকাউন্টে ২২ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ১৯১ টাকা জমা থাকার তথ্য পেয়েছেন। তাদের এসব অ্যাকাউন্ট জব্দ করা প্রয়োজন যেন তারা টাকা তুলে পাচার করতে না পারে।
এর আগে গত ৭ অক্টোবর একই আদালত সিঙ্গাপুরসহ কয়েকটি দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগে এস আলম, তার স্ত্রী ফারজানা পারভীন এবং তার পরিবারের ১১ সদস্যের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে।
বাংলাদেশ সময়: ৭:০৭:৩২ ১৬ বার পঠিত