রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

মাদারীপুরে ২ তরুণীর রহস্যজনক মৃত্যু, অসুস্থ আর ও ৪

প্রথম পাতা » শিরোনাম » মাদারীপুরে ২ তরুণীর রহস্যজনক মৃত্যু, অসুস্থ আর ও ৪
রবিবার, ১৫ অক্টোবর ২০২৩



 

---

মোঃবোরহান

মাদারীপুর প্রতিনিধি,

মাদারীপুর সদর উপজেলা কলেজে রোড এলাকায় দুই তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আর ও চারজনকে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় একটি বাসার চারতলা থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। মারা যাওয়া তরুণীরা হলেন শহরের উকিলপাড়া এলাকায় কে এইচ শাকিল আহমেদের মেয়ে সাগরিকা আহমেদ (২৫) ও তার বান্ধবী পারুল আক্তার (২৭)। পারুল বাড়ি নাটোরে হলে ও তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে ওই ফ্ল্যাটে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। সেখানে মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকাকে। এ ছাড়া অসুস্থ অবস্থায় সেখানে ছিলেন সাগরিকার মা সাবিনা ইয়াসমিন, সাগরিকার বান্ধবী পারুল আক্তারসহ পাঁচজন। তাঁদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারুল আক্তারকে মৃত ঘোষণা করেন। কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

আরও পড়ুনঃ অটোরিকশা চুরির ঘটনায় চিরকুট লিখে আত্মহত্যা।

বাসার কেয়ারটেকার হেলাল সরদার ‘ল’ নিউজ প্রতিনিধিকে বলেন, ‘চিৎকার শুনে চারতলায় গিয়ে দেখি ফ্লোরে একজন মরে পড়ে আছে। পরে পরিস্থিতি খারাপ দেখে পুলিশকে খবর দিই।’

বাংলাদেশ সময়: ১৯:৫০:৫৪   ২২২ বার পঠিত