স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা বিএনপি’র কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৫ডিসেম্বর)
জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড লিয়াকত আলী বাবু এর সভাপতিত্বে জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড কামরুল আলম এর সঞ্চালনায় জেলা বিএনপি’র কার্যালয়ে জেলা বিএনপি’র কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগাঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সহ-সাংগাঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক
এ্যাডঃ আসলাম মিয়া।
ওইসময় বক্তারা বলেন, এ জেলাতে বিএনপি আগে থেকেই শক্তি শালি, হাসিনা ভারতকে যা দিয়েছে তা কোন দিনই ভুলবেনা, কিন্তু বাংলাদেশকে মনে রাখার মত তেমন কিছু করেনি।
বাংলাদেশ সময়: ১৯:০২:৫৯ ৩৩ বার পঠিত