বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

ঢাকা সফর নিয়ে সংসদীয় কমিটিতে ব্রিফিং করেছেন বিক্রম মিশ্রি

প্রথম পাতা » আন্তর্জাতিক » ঢাকা সফর নিয়ে সংসদীয় কমিটিতে ব্রিফিং করেছেন বিক্রম মিশ্রি
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪



ঢাকা সফর নিয়ে সংসদীয় কমিটিতে ব্রিফিং করেছেন বিক্রম মিশ্রি

ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির মিটিংয়ে ব্রিফিং করেছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিথ্রি। বুধবার প্রায় আড়াই ঘন্টা তিনি সফরের বিস্তারিত তুলে ধরেন। সংবাদ মাধ্যমকে এ তথ্য দিয়েছেন কমিটির প্রধান শশী ঠারুর। কিন্তু বৈঠকে কি আলোচনা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। শশী ঠারুর বলেন, নয়া দিল্লিতে পার্লামেন্টের অ্যানেক্স ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি বলেন, পররাষ্ট্র সচিব মাত্রই সফর থেকে এলেন। তিনি সফর সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ব্রিফিং করেছেন। এমপিরা যত পারেন তাকে সফর নিয়ে প্রশ্ন করেছেন। তিনিও অকপটে তার উত্তর দিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন ২১ থেকে ২২ জন এমপি। শশী ঠারুর আরও বলেন, কমিটির এ বৈঠক নিয়ে সংসদে প্রতিবেদন দেয়া হবে। বিষয়টি তখন হবে অফিসিয়াল। বৈঠকে উপস্থিত তিরুবনন্তপুরমের কংত্রেসের এক সংসদ সদস্য সাংবাদিকদের বলেন, আলোচনা অব্যাহত থাকবে এবং শুরুটা খুব ভালো হয়েছে। উল্লেখ্য, গত সোমবার ঢাকা সফরে আসেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। সেদিন তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ফরেন অফিস কনসালটেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মিশ্রি অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করেন।

বাংলাদেশ সময়: ৩:৪১:৩৩   ৭৪ বার পঠিত